কুয়েত ছাড়তে হবে ৬০ বছর বয়সী অভিবাসীদের

কুয়েত প্রতিনিধি

কুয়েত প্রবাসী

কুয়েতে আগামী বছরের ১ জানুয়ারি থেকে ৬০ বছর বয়স পূর্ণ হয়েছে, এমন অভিবাসী শ্রমিকের আকামা নবায়ন না করার প্রশাসনিক সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ কারণে ৬০ বছরের বেশি বয়স্ক প্রবাসীদের কুয়েত ত্যাগ করে নিজ দেশে ফিরতে হবে।

universel cardiac hospital

স্থানীয় দৈনিক আল আনবা জনশক্তি মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে।

সংবাদে আরও বলা হয়, কুয়েতে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাপারে নেয়া এ সিদ্ধান্ত নতুন বছরের শুরু থেকে কার্যকর করা হবে।

শ্রম ও জনশক্তি মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত বয়সসীমা শেষে কাজের চুক্তিটি বাতিল হয়ে যাবে এবং কুয়েত ত্যাগের জন্য ওই ব্যক্তিকে এক থেকে তিন মাস পর্যন্ত সময় দেয়া হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে