ঘরবাড়ি পুড়িয়ে এলাকা ছাড়ছে আর্মেনীয়রা

আন্তর্জাতিক ডেস্ক

ঘরবাড়ি পুড়িয়ে এলাকা ছাড়ছে আর্মেনীয়রা!
ছবি : ইন্টারনেট

সর্বশেষ চুক্তি অনুযায়ী নির্দিষ্ট এলাকা আজারবাইজানকে ছেড়ে যাওয়ার সময় ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছেন আর্মেনীয়রা। যাতে কেউ সেখানে এসে নতুন করে বসবাস করতে না পারে। খবর আনাদুলু এজেন্সির।

গতকাল ১৫ নভেম্বর কারাবাখের কালবাজার জেলা আজারবাইজানের কাছে হস্তান্তরের কথা ছিল। তবে সেসময় আরও দশদিন বাড়িয়েছে আজারবাইজান। গত কয়েক দশক ধরে আর্মেনীয় বংশোদ্ভূতরা আজারবাইজানের এই জেলাটি নিয়ন্ত্রণ করছিল। সম্প্রতি দু’দেশের মধ্যে ছয় সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষে হাজার হাজার মানুষ নিহত হওয়ার পর আর্মেনিয়া ওই ভূখণ্ড ছেড়ে যেতে রাজি হয়।

universel cardiac hospital

এছাড়া আগদাম নামে আরেকটি জায়গা ২০ নভেম্বরের এবং লাচিন নামের একটি এলাকা পহেলা ডিসেম্বরের মধ্যে আজারবাইজানের কাছে ফেরত দেয়ার কথা। ওই এলাকার বেশ কিছু ভূখণ্ড এরই মধ্যে আজারবাইজানের সেনারা পুনর্দখল করেছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে