পল্লবীতে বিপুল পরিমাণ মোবাইলসহ ছিনতাই চক্রের ৭ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

ছিনতাইকারী চক্র

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় অভিযান চালিয়ে ২৭৫টি মোবাইলসহ চোর ও ছিনতাইকারী চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন, আব্দুল জলিল, কলিমুল্ল্যা, কাওসার আহমেদ তানভীর, সোহাগ ঢালী, হৃদয় হোসেন, নিরব হোসেন এবং রনি।

আজ শুক্রবার দুপুরে র‌্যাব-৪ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজধানীর মিরপুরের পল্লবী থানার সেকশন-১১ এলাকায় অভিযান চালিয়ে নগদ সাড়ে ২২ হাজার টাকাসহ বিভিন্ন ব্র্যান্ডের সাতটি পাওয়ার ব্যাংক এবং বিভিন্ন ব্র্যান্ডের ২৭৫টি মোবাইলফোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোবাইলফোনের মধ্যে ১৬২টি স্মার্টফোন এবং ১১৩টি ফিচার ফোন।

universel cardiac hospital

ছিনতাই চক্রের সদস্যরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছে, এই চক্রের সদস্যরা রাজধানীর বিভিন্ন স্থানে সাধারণ মানুষের কাছ থেকে চুরি ও ছিনতাই হওয়া মোবাইল অল্পদামে কিনে নিয়ে পল্লবী এলাকায় বিক্রি করছিল। তাদের বিরুদ্ধে পল্লবী থানায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে