গোল্ডেন বয় পুরস্কার জিতলেন হালান্ড

ক্রীড়া প্রতিবেদক

বরুশিয়া ডর্টুমন্ড তারকা আর্লিং হালান্ড
বরুশিয়া ডর্টুমন্ড তারকা আর্লিং হালান্ড

বরুশিয়া ডর্টুমন্ড তারকা আর্লিং হালান্ড ২০২০ সালের গোল্ডেন বয় পুরস্কার জিতেছেন। এই পুরস্কার দেয়া হয়ে থাকে ইতালিয়ান পত্রিকা টুট্টোস্পোর্ট কর্তৃক। গত বছর পুরস্কারটি জিতেছিলেন জোয়াও ফেলিক্স।

ইউরোপের সর্বোচ্চ স্তরে খেলে এমন খেলোয়াড়দের মধ্যে যাদের বয়স ২১ বা তার নিচে তাদের মধ্যে থেকে পারফরম্যান্সের বিবেচনা এই পুরস্কার বিজয়ীকে বাছাই করা হয়।

নরওয়ে জাতীয় দলের ফুটবলার এই পুরস্কার জিততে পেছনে ফেলেছেন ডর্টমুন্ডে তার সতীর্থ জাদোন সাঞ্চো, বায়ার্ন মিউনিখের আলফোনসো ডেভিস, ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড গ্রিনউড ও বার্সেলোনা সেনসেশন আনসু ফাতিকে।

২০১৯-২০ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে হালান্ড ৪৪টি গোল করেছেন। মৌসুমের মধ্যবর্তী সময়ে তিনি অস্ট্রিয়ান চ্যাম্পিয়ন সলজবার্গ থেকে বুন্দেসলিগার দল বরুশিয়া ডর্টমুন্ডে পাড়ি জমান। এরপর ১৮ ম্যাচ খেলে তিনি ১৬টি গোল করেন।

গত মৌসুমে বুন্দেসলিগায় কমপক্ষে ১০ গোল করেছেন এমন ফুটবলারদের মধ্যে মিনিট-প্রতি-গোল এর হিসাবে সবার উপরে রয়েছেন হালান্ড (৮১.৭)। তারপরে রয়েছেন বায়ার্ন মিউনিখ তারকা রবার্ট লেভানডফস্কি (৮১.২)।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে