করোনা : ভারতে দৈনিক সংক্রমণ ও মৃত্যু ফের বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে করোনা শনাক্ত
ছবি : ইন্টারনেট

করোনা ভাইরাসে ভারতে দৈনিক সংক্রমণ ও মৃত্যু ফের বাড়তে শুরু করেছে।

গত সপ্তাহের শুরুতে দেশটিতে দৈনিক সংক্রমণ ৩০ হাজারের নিচে নেমেছিল। দিন দুয়েক কম থাকার পর আবার তা ৪৫ হাজারে পৌঁছেছে। এর পর থেকে ৪৫ হাজারের আশপাশেই ঘোরাফেরা করছে।

universel cardiac hospital

পাশাপাশি দৈনিক মৃত্যু সংখ্যাও গত পাঁচ দিন ধরে পাঁচশর বেশি।

এ ছাড়া গত এক মাস ধরে দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমলেও গত ২৪ ঘণ্টায় তা বেড়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত এক বুলেটিনে করোনা সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানানো হয়েছে। 

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৫৯ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৯১ লাখ ৩৯ হাজার ৮৬৫ জন।

এই সময়ে ভারতে মারা গেছেন ৫১১ জন। এখন পর্যন্ত ১ লাখ ৩৩ হাজার ৭৩৮ জনের মৃত্যু হয়েছে।

দেশটির মোট মৃত্যুর এক-তৃতীয়াংশই মহারাষ্ট্রে। রাজ্যটিতে এ পর্যন্ত ৪৬ হাজার ৬২৩ জনের মৃত্যু হয়েছে। দেশের মৃত্যু তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা কর্নাটক এবং তামিলনাড়ুতে তা সাড়ে ১১ হাজার ছাড়িয়েছে। এর পর ক্রমান্বয়ে রয়েছে দিল্লি, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশ।

চলতি মাসে সংক্রমণ বৃদ্ধির সঙ্গে দিল্লিতে বেড়েছে দৈনিক মৃত্যু সংখ্যা। ২৪ ঘণ্টায় সেখানে ১২১ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থ হয়েছেন ৪১ হাজার ২৪ জন। এখনও পর্যন্ত মোট ৮৫ লাখ ৬২ হাজার ৬৪১ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন।

নতুন আক্রান্তের থেকে সুস্থ বেশি হওয়ায় অক্টোবরের শুরু থেকেই কমছিল সক্রিয় রোগীর সংখ্যা। তবে গত ২৪ ঘণ্টায় তা আবার বেড়েছে। বর্তমানে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৪৩ হাজার ৪৮৬ জন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে