বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রাম ও ফরচুন বরিশাল জয়ের ধারা অব্যাহত রাখতে চায়। হ্যাট্টিক জয়ের স্বাদ নিতে আজ সোমবার বরিশালের মুখোমুখি হচ্ছে মিঠুন-সৌম্যদের চট্টগ্রাম। নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে চট্টগ্রাম। আর দ্বিতীয় জয়ের দেখা পেতেই মাঠে নামবে তামিম ইকবালের বরিশাল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের সপ্তম ম্যাচটি শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।
টুর্নামেন্টে নিজেদের প্রথম দু’ম্যাচেই দাপট দেখিয়েছে চট্টগ্রাম। বোলারদের দুর্দান্ত নৈপুন্যে দুই ম্যাচেই ৯ উইকেটের জয় তুলে নেয় চট্টগ্রাম। নিজেদের প্রথম ম্যাচে মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকাকে ১৬ দশমিক ২ ওভারে ৮৮ রানে অলআউট করে দেয় চট্টগ্রামের বোলাররা। চট্টগ্রামের শরিফুল-মুস্তাফিজুর-মোসাদ্দেক-তাইজুল ২টি করে উইকেট নেন।
৮৯ রানের টার্গেট স্পর্শ করতে মোটেও বেগ পেতে হয়নি চট্টগ্রামের। দুই ওপেনার লিটন দাস ৩৪ ও সৌম্য সরকার অপরাজিত ৪৪ রান করে ৫৫ বল বাকী থাকতেই চট্টগ্রামের জয় নিশ্চিত করেন।
প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও বল হাতে জ্বলে উঠেন চট্টগ্রামের বোলাররা। এবার মুস্তাফিজের শিকার হন সাকিব-মাহমুদুল্লাহর জেমকন খুলনা। ফিজের আগুন বোলিংএ ১৭ দশমিক ৫ ওভারে ৮৬ রানে অলআউট হয় খুলনা। ৩ দশমিক ৫ বল করে মাত্র ৫ রানে ৪ উইকেট নেন মুস্তাফিজ।
এবারও ছোট টার্গেট পেয়ে সহজেই তা স্পর্শ করে ফেলেন চট্টগ্রামের দুই ওপেনার লিটন-সৌম্য। সৌম্য ২৬ রানে ফিরলেও, ৫৩ রান তুলে জয় নিয়ে মাঠ ছাড়েন লিটন।
টানা দুই জয়ে আত্মবিশ্বাসে টগবগ চট্টগ্রামের খেলোয়াড়। হ্যাট্টিক জয়ের স্বাদ পেতেই বরিশালের বিপক্ষে মাঠে নামবে মিঠুনের দল।
হার দিয়ে এবারের আসর শুরু করে তামিমের বরিশাল। তবে প্রথম ম্যাচে জয়ের কাছে গিয়ে জয় বঞ্চিত হয় তারা। জেমকন খুলনার কাছে ৪ উইকেটে ম্যাচ হারে বরিশাল। শেষ ওভারে ২২ রানের প্রয়োজনে চারটি ছক্কা মেরে বরিশালকে জয় বঞ্চিত করেন খুলনার আরিফুল।
প্রথম ম্যাচ হারলেও, দ্বিতীয় ম্যাচে ঘুঁড়ে দাড়ায় বরিশাল। অধিনায়কের তামিম হাত ধরে প্রথম জয়ের স্বাদ নেয় তারা। ৫ উইকেটে মিনিস্টার রাজশাহীকে হারায় বরিশাল। ১৩৩ রানের টার্গেট স্পর্শ করতে ব্যাট হাতে জ্বলে উঠেন তামিম। ১০টি চার ও ২টি ছক্কায় ৬১ বলে অপরাজিত ৭৭ রান করেন তামিম। ফলে প্রথম জয়ের স্বাদ নিয়ে আত্মবিশ্বাসী এখন তামিমের দল।