করোনায় আরও ৩১ মৃত্যু, নতুন শনাক্ত ২২৯৩

নিজস্ব প্রতিবেদক

করোনা আক্রান্ত হয়ে মৃতের দাফন
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২ হাজার ২৯৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩১ জনের। এছাড়া সুস্থ হয়েছেন ২ হাজার ৫১৩ জন।

আজ মঙ্গলবার বিকালে কোভিড-১৯ রোগের হালনাগাদ তথ্য জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

universel cardiac hospital

এতে বলা হয়, গত একদিনে ১৫ হাজার ৫০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৭ লাখ ৮৮ হাজার ৫০২টি। এসব পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত রোগী সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬৭ হাজার ২২৫ জনে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন ৩১ মৃত্যু নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ছয় হাজার ৬৭৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৫১৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা ৩ লাখ ৮৩ হাজার ২২৪ জন হয়েছে।

নতুন মৃতদের মধ্যে ১৭ জন পুরুষ ও ১৪ জন নারী। তাদের ১৯ জনই ষাটোর্ধ্ব ও সাতজন ৫০-৬০ বছরের মধ্যে। এছাড়া ২১-৩০ দুইজন, ৩১-৪০ বছরের মধ্যে দুইজন মারা গেছেন।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। তা সাড়ে ৪ লাখ পেরিয়ে যায় ২৪ নভেম্বর। এর মধ্যে গত ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ৪ নভেম্বর তা ছয় হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে