যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান স্বাস্থ্য উপদেষ্টা হচ্ছেন দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি।
বৃহস্পতিবার মার্কিন গনমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এই ইঙ্গিত দেন বাইডেন। বলেন, ‘ফাউচি গত কয়েকটি প্রশাসনে যে দায়িত্ব পালন করেছেন আমি তাকে ঠিক সেই দায়িত্ব পালন করে যেতে বলেছি। একইসঙ্গে আমি তাকে আমার প্রধান স্বাস্থ্য উপদেষ্টা হতে অনুরোধ করেছি।’
করোনা ভাইরাস নিয়ে উদাসীনতা, অযোক্তিক ও অবৈজ্ঞানিক মন্তব্যর কারণে প্রেসিডেন্ট ট্রাম্পের বেশ কয়েকবার তীব্র সমালোচনা করেছেন ড. ফাউচি। এই নিয়ে তার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক তিক্ত হয়।
নির্বাচনি প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন, তিনি যদি পুননির্বাচিত হন তাহলে তিনি ফাউচিকে উচিত শিক্ষা দিবেন।
করোনার সংক্রমণ কমাতে নিজের উদ্যোগের কথা সাক্ষাৎকারে ব্যাখ্যা করেন জো বাইডেন। বলেন, ‘দায়িত্ব গ্রহণের প্রথম দিনে আমি সবাইকে বলবো যে আপনার সবাই ১০০ দিনের জন্য মাস্ক পরে থাকুন, সারা জীবনের জন্য নয়, মাত্র ১০০ দিনের জন্য।’
ভ্যাকসিনের বিষয়ে জানতে চাইলে নব নির্বাচিত এই প্রেসিডেন্ট বলেন, ‘ডা. ফাউচি আমাদের ভ্যাকসিনগুলোকে নিরাপদ বললে আমি খুশি মনে কোভিড-১৯ এর টিকা নিতে প্রস্তুত আছি।’
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশিয়াস ডিজিজেস এর পরিচালক ড. ফাউচি। করোনাভাইরাস মহামারিতে যুক্তরাষ্ট্রের শীর্ষ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আবির্ভূত হওয়া ফাউচি বৃহস্পতিবার বাইডেন ও তার দলের সঙ্গে করোনাভাইরাস মোকাবিলার প্রস্তুতি নিয়ে তিনি কথা বলেছেন।
ফাউচি বলেন, আমি খুব আনন্দিত যে টিকা কর্মসূচিসহ বিভিন্ন বিষয় নিয়ে আজ আমরা প্রথম বৈঠকে বসেছি।