২০২২ সালের এশিয়া কাপ পাকিস্তানে

ক্রীড়া প্রতিবেদক

পিসিবি প্রধান

করোনার কারণে পিছিয়ে গিয়েছিল ২০২০ সালের এশিয়া কাপ। ভেন্যু ছিল পাকিস্তান। পরে আইপিএলকে প্রাধান্য দিয়ে টুর্নামেন্ট থেকে সরে আসে ভারত। পাক-ভারত দ্বন্দ্বে টুর্নামেন্টটি ২০২১ সালে আয়োজনের দায়িত্ব পায় শ্রীলংকা।

তবে ২০২২ সালের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। আর ২০২০ সালের স্থগিত হয়ে যাওয়া টুর্নামেন্টটি হবে যথারীতি শ্রীলংকাতেই।

universel cardiac hospital

গত সপ্তাহে অনুষ্ঠিত হওয়া এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অনলাইন বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)  প্রধান নির্বাহী ওয়াসিম খান।

তিনি বলেন, ‘আমরা ২০২২ সালের এশিয়া কাপ তথা ১৬তম আসর আয়োজনের দায়িত্ব পেয়েছি। ১৫তম আসরটি শ্রীলংকায় আগামী বছরের জুন মাসে অনুষ্ঠিত হবে।’

এমন সিদ্ধান্তের পর সেই সংশয় রয়েই গেল। তা হলো– পাকিস্তানে এশিয়া কাপ অনুষ্ঠিত হলে ভারত কি টুর্নামেন্টে অংশ নেবে? আর ভারত অংশ না নিলে বাকি সব দল নিয়ে পাকিস্তানে এশিয়া কাপ গড়াবে?

এমন অনিশ্চয়তার বিষয়ে নিরপেক্ষ ভেন্যু হিসেবে আরব আমিরাতকে বেছে নেয়া হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।

কারণ এশিয়া কাপের ১৪তম আসরের আয়োজক ছিল ভারত। সে সময় পাকিস্তানের অনীহায় ভেন্যু পরিবর্তন করে আসরটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়।

সেই একই কারণ দেখিয়ে ১৬তম আসরের জন্য আরব আমিরাতকে বেছে নিতে পারে ভারতে।

সবশেষ এশিয়া কাপ ঘরে তুলেছিল ভারত। আর রানারআপ হয় বাংলাদেশ।

তথ্যসূত্র : টাইমস নাউ নিউজ

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে