বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দলে ভেড়াল জেমকন খুলনা। টুর্নামেন্টের বাকি অংশে দলটির হয়ে খেলবেন তিনি। আজ রোববার খুলনা টাইটান্সের ফেসবুক পেইজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পঞ্চপাণ্ডবের দুই পাণ্ডব মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান আগে থেকেই খুলনার হয়ে খেলছেন। এবার যুক্ত হলেন আরেক পাণ্ডব মাশরাফি বিন মর্তুজা। খুলনা এখন পর্যন্ত ৫টি ম্যাচ খেলে ৩টিতে জিতেছে। পয়েন্ট টেবিলে এখন তারা আছে দ্বিতীয় অবস্থানে।
গত মার্চে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেন মাশরাফি। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার মাধ্যমে জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব ছাড়েন তিনি। তারপর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) ম্যাচ খেলেছেন তিনি। কিন্তু করোনার কারণে বন্ধ হয়ে যায় এই লিগ।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটের আগে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন মাশরাফি। যার কারণে টুর্নামেন্টের শুরু থেকে মাঠে দেখা যায়নি তাকে। তবে, নির্বাচকরা জানিয়ে দিয়েছিলেন মাশরাফি সুস্থ হলে তাকে ফ্রি ড্রাফটের আওতায় যেকোনো দল নিতে পারবে। সেই সুযোগ কাজে লাগাল খুলনা।