উচ্ছেদে গিয়ে ব্যবসায়ীদের বাধার মুখে ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক

উচ্ছেদে গিয়ে ব্যবসায়ীদের বাধার মুখে ডিএসসিসি
উচ্ছেদে গিয়ে ব্যবসায়ীদের বাধার মুখে ডিএসসিসি। ছবি : সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের বিপরীতের তিনটি অবৈধ মার্কেটের অংশ উচ্ছেদে গেলে বাধার মুখে পড়েছে নগর কর্তৃপক্ষ। উচ্ছেদ বন্ধে সড়কে নেমে এসেছেন হাজার হাজার ব্যবসায়ী।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এর এ, বি ও সি ব্লকের (সিটি প্লাজা, নগর প্লাজা ও জাকের প্লাজা) নয় শতাধিক অবৈধ দোকান উচ্ছেদের সিদ্ধান্ত নেয় ডিএসসিসি।

universel cardiac hospital

নগর কর্তৃপক্ষ উচ্ছেদ স্থলে আসার আগেই মার্কেটের সামনের সড়কে অবস্থান নেন হাজার হাজার ব্যবসায়ী। এ সময় ব্যবসায়ীরা মার্কেট কমিটিকে দোষারোপ করে নানা স্লোগান দিতে থাকেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিপুল পরিমাণ পুলিশ অবস্থান করছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে