কুড়িগ্রামে বেড়েছে শীতের তীব্রতা, জনজীবন বিপর্যস্ত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুয়াশাঘেরা তীব্র শীতের সকাল
ফাইল ছবি

উত্তরের জেলা কুড়িগ্রামে শীতের তীব্রতা বেড়েছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীত আর কুয়াশায় মানুষজন দুর্ভোগে পড়েছে।

বুধবার কুয়াশাচ্ছন্ন সকাল থেকে সূর্যের দেখা মিলছে না। এই ঠান্ডা বাতাসে বিপাকে পড়েছে চরাঞ্চলবাসীসহ খেটে খাওয়া মানুষজন। এতে করে রাস্তা-পথে মানুষের আনা উপস্থিতি খুবই কম ছিল। শীত বৃদ্ধি পাওয়ায় বৃদ্ধ-শিশুরা শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে।

universel cardiac hospital

রাজারহাট আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক সুবল চন্দ্র সরকার জানান, বুধবার সকালে তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি মাসে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান তিনি।

এদিকে উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে আগেই আভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। সপ্তাহের শেষে শীতের প্রকোপ বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি একটি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এদিকে শীতের পাশাপাশি বাড়ছে কুয়াশার পরিমাণও। অনেকে এলাকায় ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে