ভারত থেকে ৫০ হাজার টন চাল আমদানি করবে সরকার

নিজস্ব প্রতিবেদক

চাল
চাল। ফাইল ছবি

প্রতিবেশি রাষ্ট্র ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২০-২১ অর্থ বছরের প্যাকেজ-২ এর আওতায় আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এ চাল ক্রয়ের সিদ্ধান্ত হয়েছে। ভারতের মুম্বাই থেকে এ চাল ক্রয় হচ্ছে। সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ প্রস্তাব অনুমোদন করেছে।

বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অনুপস্থিতিতে আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক ভার্চুয়াল সভায় এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।

universel cardiac hospital

ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার ৩৫তম বৈঠক শেষে অতিরিক্ত সচিব আবু সালেহ মোস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

বৈঠক শেষে তিনি জানান, ভারত থেকে ৫০ হাজার টন নন-বাসমতি চাল কেনার জন্য সরকারের ব্যয় হবে দুই কোটি দুই লাখ ১৭ হাজার ৫০০ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় ১৭১ কোটি ৪৪ লাখ ৪৪ হাজার টাকা।

আবু সালেহ মোস্তফা কামাল বলেন, ভারতের মুম্বাইয়ের কোম্পানি এম এস রিকা গ্লোবাল ইম্প্যাকটস লিমিটেড বাংলাদেশকে এই চাল সরবরাহ করবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে