বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ: শান্তকে টপকে শীর্ষে লিটন, নিঃশ্বাস দূরত্বে তামিম

ক্রীড়া প্রতিবেদক

লিটন দাস
লিটন দাস। ফাইল ছবি

লিগপর্বের শেষ রাউন্ডের আগে অন্যদের চেয়ে বেশ এগিয়েই ছিলেন মিনিস্টার গ্রুপ রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাত ম্যাচে তার সংগ্রহ ছিল ২৯০ রান, দ্বিতীয় স্থানে থাকা লিটন দাসের (২৫১) চেয়ে এগিয়ে ছিলেন ৩৯ রানে। কিন্তু শেষ রাউন্ডে লিটনের ধারাবাহিকতা ও শান্তর ব্যর্থতা উল্টে দিয়েছে পরিসংখ্যান।

শনিবার রাতে শেষ হওয়া রাউন্ড রবিন লিগের পর এখন রান তোলার দৌড়ে সবাইকে ছাড়িয়ে গেছেন গাজী গ্রুপ চট্টগ্রামের ওপেনার লিটন দাস। শেষ ম্যাচে শান্তর রাজশাহীর বিপক্ষেই লিটন খেলেছেন ৫৫ রানের ইনিংস। অন্যদিকে শান্ত থেমেছেন মাত্র ১১ রান করে। ফলে এখন লিটনের চেয়ে ৫ রানে পিছিয়ে গেছেন শান্ত।

universel cardiac hospital

লিগপর্বে একটি ম্যাচে বিশ্রাম দেয়া হয়েছিল লিটনকে। বাকি ৭ ম্যাচের ৭ ইনিংসে ৩ ফিফটির সৌজন্যে মোট ৩০৬ রান করেছেন এ ড্যাশিং ওপেনার। তার সর্বোচ্চ রানের ইনিংসটি অপরাজিত ৭৮ রানের। এছাড়া অন্য ছয় ইনিংসে করেছেন ৩৪, ৫৩*, ৩৫*, ৪৭, ৪ ও ৫৫ রান।

শেষ দুই রাউন্ডের ম্যাচে মোট ৬২ রান করে শান্তকে ছাড়িয়ে গেছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল, নিঃশ্বাস ফেলছেন লিটনের ঘাড়ে। পুরো টুর্নামেন্টে ২ ফিফটিতে তার সর্বমোট সংগ্রহ ৩০২ রান। বরিশালকে প্লে-অফে তোলার পথে তার দুই ফিফটির ম্যাচেই জিতেছে দল। সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল অপরাজিত ৭৭ রানের।

এখনও পর্যন্ত তামিম-লিটন ছাড়া ৩০০ রানের ক্লাবে পা রেখেছেন শুধুমাত্র নাজমুল হোসেন শান্তই। টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি ও সর্বোচ্চ ১০৯ রানের ইনিংস খেলা শান্তর মোট সংগ্রহ ৩০১ রান। এ তিনজন ছাড়া আর কেউ ৩০০ রান করতে পারেননি এখনও। তবে ২০০ রান পেরিয়েছেন আরও পাঁচ ব্যাটসম্যান।

লিগপর্বে সর্বোচ্চ দশ রান সংগ্রাহক

১/ লিটন দাস – ৭ ইনিংসে ৩০৬ রান, ফিফটি ৩টি, সর্বোচ্চ ৭৮*

২/ তামিম ইকবাল – ৮ ইনিংসে ৩০২ রান, ফিফটি ২টি, সর্বোচ্চ ৭৭*

৩/ নাজমুল হোসেন শান্ত – ৮ ইনিংসে ৩০১ রান, সেঞ্চুরি ১টি, ফিফটি ২টি, সর্বোচ্চ ১০৯

৪/ সৌম্য সরকার – ৮ ইনিংসে ২৫৩ রান, ফিফটি ২টি, সর্বোচ্চ ৬৩

৫/ নাঈম শেখ – ৮ ইনিংসে ২৪৩ রান, সেঞ্চুরি ১টি, ফিফটি নেই, সর্বোচ্চ ১০৫

৬/ পারভেজ হোসেন ইমন – ৮ ইনিংসে ২৩১ রান, সেঞ্চুরি ১টি, ফিফটি ১টি, সর্বোচ্চ ১০০*

৭/ মুশফিকুর রহীম – ৮ ইনিংসে ২১৯ রান, ফিফটি ১টি, সর্বোচ্চ ৭৩*

৮/ ইয়াসির আলি – ৭ ইনিংসে ২১৬ রান, ফিফটি ১টি, সর্বোচ্চ ৬৭

৯/ আনিসুল ইসলাম ইমন – ৮ ইনিংসে ১৯৯ রান, ফিফটি ২টি, সর্বোচ্চ ৬৯

১০/ তৌহিদ হৃদয় – ৭ ইনিংসে ১৮২ রান, ফিফটি ১টি, সর্বোচ্চ ৫১*

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে