ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁরন (৪২) করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটির প্রেসিডেন্টের ইলাইসি প্যালেস বৃহস্পতিবার এই খবর নিশ্চিত করেছে। খবর আল জাজিরা।
ইলাইসি প্যালেসের এক বিবৃতি বলছে, ‘ম্যাক্রোঁ করোনা আক্রান্ত হয়েছেন। তাই তিনি সাত দিনের জন্য আইসোলেশনে গেছেন। নিরাপদ দুরত্ব বজায় রেখে তিনি যাবতীয় কার্যক্রম পরিচালনা করবেন।’ তবে তার শরীরে করোনার কি উপসর্গ রয়েছে সে বিষয়ে এখনো কিছু জানায়নি প্রেসিডেন্টের প্যালসটি।
যুক্তরাজ্যের প্রেসিডেন্ট বরিস জনগন ও যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর সম্প্রতি বিশ্ব নেতাদের মধ্যে ম্যাক্রোঁরনই নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
পরিসংখ্যান বলছে, ফ্রান্সে এখন পর্যন্ত প্রায় ২৫ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। যার মধ্যে মারা গেছেন প্রায় ৬০ হাজার।