২০৩০ সালের মধ্যে রিজার্ভ ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করব

নিজস্ব প্রতিবেদক

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ফাইল ছবি

‘আগামী বাজেটের আগেই রিজার্ভের অর্থ বিনিয়োগের পরিকল্পনা চূড়ান্ত করা হবে। বিজয়ের মাসে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪২ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। এটা কিভাবে সর্বোত্তম বিনিয়োগ করা যায় সে বিষয়ে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টাডি করছেন।’বলে- জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

আজ বৃহস্পতিবার ভার্চুয়ালি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে ব্রিফিং এ তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আমরা ২০৩০ সালের মধ্যে এ রিজার্ভ ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করব। এটা আমাদের অঙ্গীকার। আমরা হিসাব করেই এটা ঠিক করেছি।

তিনি বলেন, রিজার্ভের মূল ভিত্তি হচ্ছে রেমিট্যান্স, এটি ব্যাংকের মাধ্যমে আসে। যে সময় ব্যাংকগুলোর চাহিদার চেয়ে বেশি রেমিট্যান্স আসে তখন তারা বাজারে বিক্রি করি। বাজারে বিক্রি করলে কিনে নেয় বাংলাদেশ ব্যাংক এবং মূলত এ কারণেই রিজার্ভ বাড়ে।

এ সময় মন্ত্রী বলেন, জুলাই থেকে নভেম্বর পাঁচ মাসে ১১ বিলিয়ন ডলার অর্জন করেছি। বছরের টার্গেটের ৬০ শতাংশ পাঁচ মাসে চলে এসেছে। এই ফ্লো অব্যাহত রাখতে পারলে রিজার্ভ ফান্ড বেড়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন