ডোপিংয়ে পৃষ্ঠপোষকতার কারণে সব ধরনের আন্তর্জাতিক ক্রীড়া আসর থেকে চার বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল রাশিয়াকে। সেই নিষেধাজ্ঞার শাস্তি দুই বছর কমিয়েছে ক্রীড়া সম্পর্কিত আন্তর্জাতিক আদালত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)।
তবে শাস্তি কমলেও আগামী বছর অনুষ্ঠিতব্য টোকিও অলিম্পিক, ২০২২ সালের প্যারা অলিম্পিক ও কাতার ফুটবল বিশ্বকাপে অংশ নিতে পারবে না দেশটি।
২০১৯ সালে জানুয়ারির তদন্তে ডোপিংয়ের নমুনা নিয়ে কারসাজি করার অভিযোগ উঠেছিল রাশিয়ার বিপক্ষে। এ জন্য গত বছরের ৯ ডিসেম্বর সুইজারল্যান্ডের লুজানে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির (ওয়াডা) কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে দেশটিকে চার বছরের জন্য নিষিদ্ধ করা হয়।
এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের কাছে আপিল করে রাশিয়া।
প্রসঙ্গত, ২০১৫ সালের পর থেকে দেশ হিসেবে অ্যাথলেটিকসে নিষিদ্ধ রয়েছে রাশিয়া। ডোপিংয়ের দায়ে দেশের ওপর নিষেধাজ্ঞা আসার পর ২০১৮ অলিম্পিকে ১৬৮ জন রাশিয়ান অ্যাথলেট নিরপেক্ষ পতাকা নিয়ে অংশ নিয়েছিলেন।