বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সেরা যারা

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। ফাইল ছবি

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে ৪৮ বলে ৮ চার ও দুই ছক্কায় অপরাজিত ৭০ রান করে ম্যাচসেরার পুরস্কার জেতেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

১০ ম্যাচে সর্বোচ্চ ২২ উইকেট শিকার করে ফ্রাঞ্চাইজি এ টুর্নামেন্ট সেরার পুরস্কার জয়ের পাশাপাশি বেস্ট বোলারের পুরস্কারও জিতেছেন চট্টগ্রামের তারকা পেসার কাটারমাস্টার মোস্তাফিজুর রহমান।

universel cardiac hospital

রান সংগ্রহে সবার ওপরে চট্টগ্রামের ওপেনার লিটন কুমার দাস। জাতীয় দলের এই তারকা ওপেনার ১০ ম্যাচে তিন ফিফটির সাহায্যে ৩৯৩ রান সংগ্রহ করে বেস্ট ব্যাটসম্যানের পুরস্কার জিতেছেন।

স্পেশাল পারফরম্যান্সের জন্য পুরস্কার পেয়েছেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি হাঁকান। স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম (৪২ বলে) সেঞ্চুরি করে পুরস্কৃত হয়েছেন বরিশালের তরুণ ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন।

৮ ম্যাচে ১৫ ও ১৩ উইকেট শিকার করে স্পেশাল পারফরম্যান্সের পুরস্কার জিতেছেন চট্টগ্রামের শরিফুল ইসলাম ও ঢাকার রবিউল ইসলাম। 

শুক্রবার মিরপুরে ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি কাপের ফাইনালে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৫৫ রান করে খুলনা। জবাবে ব্যাটিংয়ে নেমে ১৫০ রানে ইনিংস গুটায় চট্টগ্রাম। শ্বাসরুদ্ধকর ফাইনালে ৫ রানের জয়ে ট্রফি নিশ্চিত করে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন খুলনা।

শেয়ার করুন