করোনা নতুন বৈশিষ্ট্য ছড়ালেও ব্রিটেনে পরিস্থিতি নিয়ন্ত্রণে: ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক

করোনার নতুন বৈশিষ্ট্য নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনার নতুন স্ট্রেন ছড়িয়ে পড়লেও ব্রিটেনের পরিস্থিতি এখনও হাতের বাইরে যায়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

হু-র জরুরি বিভাগের প্রধান, সংক্রামক রোগ বিশেষজ্ঞ মাইক রায়ান বলেছেন, ব্রিটেনে অনেক মানুষের মধ্যে করোনা ছড়ালেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। জটিল সংক্রমণজনিত রোগের খবরও মেলেনি। ভাইরাল স্ট্রেনের ট্রান্সমিশন মোকাবেলায় ব্যবস্থা নিচ্ছে ব্রিটেনের স্বাস্থ্য দফতর।

universel cardiac hospital

এদিকে করোনার নতুন ধরন নিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে ব্রিটিশ প্রশাসন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক আগেই জানান, নতুন ভাইরাল স্ট্রেন এত দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ব্রিটেনের সঙ্গে সবরকম পরিবহন বন্ধ করে দিচ্ছে বিশ্বের একাধিক দেশ। স্টার ইউকে

শেয়ার করুন