না ফেরার দেশে চলে গেলেন নাট্যকার মান্নান হীরা

বিনোদন ডেস্ক

নাট্যকার মান্নান হীরা।

না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি খ্যাতিমান নাট্যকার মান্নান হীরা। আজ বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান।

বাসায় অসুস্থতা অনুভব করলে তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখানে বুধবার রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

universel cardiac hospital

শিল্পীসংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি প্রায় ১৫টি নাটক লিখেছেন। উল্লেখযোগ্য নাটকগুলির মধ্যে আছে লাল জমিন, ভাগের মানুষ, ময়ূর সিংহাসন, সাদা-কালো ইত্যাদি। মূর্খ লোকের মূর্খ কথা মান্নান হীরা রচিত ও নির্দেশিত অন্যতম পথনাটক।

শেয়ার করুন