একটা সময় আবাহনী-মোহামেডান দ্বৈরথ ঘিরে মাঠে উত্তেজনা বিরাজ করত। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখার জন্য ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে বসে থাকত। সেই উত্তেজনা এখন পরখ করা যাচ্ছে না।
আবাহনী-মোহামেডান দ্বৈরথ পাড়া-মহল্লায় উত্তাপের রেণু ছড়াত। এই ম্যাচকে ঘিরে একটা সময় দুই ভাগে ভাগ হয়ে যেত গোটা দেশ। সন্ধ্যার খেলার জন্য দুপুরে ভরে যেত গ্যালারি। দুই দলের পতাকায় ছেয়ে যেত গোটা শহর। সমর্থকদের মধ্যে মারামারি ছিল স্বাভাবিক ঘটনা। কোথায় যেন হারিয়ে গেল সেসব দিন।
এখন ধূসর-ধূলিময় দিনে মুখোমুখি হয় আবাহনী ও মোহামেডান। গ্যালারি শূন্য পড়ে থাকে। ফুটবলের মতোই হারিয়ে গেছে লড়াইয়ের উত্তাপ। তবুও মাঠে গড়িয়েছে ফুটবল। খেলছে দল দুটি। আজ নতুন মৌসুমে ফেডারেশন কাপে প্রথম মুখোমুখি আকাশি-নীল ও সাদা-কালোরা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রাত ৭টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচ। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে শেখ রাসেল ও বাংলাদেশ পুলিশ।