যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে মৃত্যু প্রায় সাড়ে ৩ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

করোনায় মৃত্যু
করোনায় মৃত্যু। ছবি : সংগৃহীত

করোনা ভাইরাস মহামারির সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। গত শীতের পর বিশ্বের অন্যান্য দেশের মতো যুক্তরাষ্ট্রেও করোনার প্রভাব কিছুটা কমেছিল। তবে শীতের মৌসুম শুরু হতেই আবারও প্রকোপ ভয়াবহ রূপ নিয়েছে। একদিনে দেশটিতে মৃত্যু হয়েছে প্রায় সাড়ে তিন হাজার মানুষের।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী গত একদিনে দেশটিতে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪০১ জনের, আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩২ হাজার ৩৪২ জন। একই সময়ে সুস্থ হয়েছেন দেড় লাখের বেশি মানুষ।

universel cardiac hospital

সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ৮৯ লাখ ১৭ হাজার ১৫২ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৩৪ হাজার ২১৮ জনের।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ১ লাখ ২৩ হাজার ৫৪৪ জন এবং মারা গেছেন ১ লাখ ৪৬ হাজার ৭৭৮ জন।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ কোটি ৯০ লাখ ৫০ হাজার ৩৪ জন এবং মৃত্যু হয়েছে ১৭ লাখ ৩৭ হাজার ৫০৫ জনের। সুস্থ হয়েছেন ৫ কোটি ৫৬ লাখ ১‌৯ হাজার ৪৯৫ জন।

শেয়ার করুন