কিশোরগঞ্জের ইটনা উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে জড়িয়েছে দুটি গ্রামের বাসিন্দারা। সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন।
আজ শনিবার সকালে উপজেলার মৃগা ইউনিয়নের শান্তিপুর ও প্রজারকান্দা গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইটনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ জামান জানান, পূর্ব শত্রুতার জের ধরে সকালে মৃগা ইউনিয়নের শান্তিপুর ও প্রজারকান্দা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন।
নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নতুন করে আবার যেন সংঘর্ষ না হয় সেজন্য পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।