বেগম আতিকা ইসলামসহ বাংলাদেশ পুলিশের ১১ জন কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি পদ থেকে পদোন্নতি দিয়ে ডিআইজি (গ্রেড-৩) পদমর্যাদায় উন্নীত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলতাফ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৪ ডিসেম্বর সুপিরিয়র সিলেকশন বোর্ডের সভার নিম্নবর্ণিত সুপারিশ প্রধানমন্ত্রী ২৬ ডিসেম্বর সদয় অনুমোদন করেছেন।
অতিরিক্ত ডিআইজি পদ থেকে পদোন্নতি পেয়ে ডিআইজি পদ প্রাপ্ত পুলিশ কর্মকর্তাগণ হলেন-খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ হাবিবুর রহমান বিপিএম-সেবা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মহাঃ আশরাফুজ্জামান বিপিএম-সেবা, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি এস এম আক্তারুজ্জামান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম বিপিএম-সেবা, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি মোঃ হায়দার আলী খান, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি মোঃ মনিরুল ইসলাম বিপিএম, পিপিএম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ আজাদ মিয়া, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি মোঃ মাহবুবুর রহমান ভুইয়া বিপিএম (বার), র্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) বেগম আতিকা ইসলাম, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি মোঃ রুহুল আমিন বিপিএম-সেবা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার বাসুদেব বনিক।