ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাধীন চিনাইর গ্রামের কৃতিসন্তান বেগম আতিকা ইসলাম রুনি বাংলাদেশ পুলিশে ডিআইজি পদে পদোন্নতি পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঢাকায় বসবাসরত ব্রাহ্মণবাড়িয়াবাসীদের প্রাণের সংগঠন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকা।
আজ রোববার জেলা সমিতির পক্ষে এ অভিনন্দন জানান সংগঠনটির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি এবং সমিতির সাধারণ সম্পাদক, ঢাকা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ খলিলুর রহমান।
উল্লেখ্য, রোববার (২৭ ডিসেম্বর) বেগম আতিকা ইসলামসহ বাংলাদেশ পুলিশের ১১ জন কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি পদ থেকে পদোন্নতি দিয়ে ডিআইজি (গ্রেড-৩) পদমর্যাদায় উন্নীত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কর্তৃক প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি প্রদান করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার চিনাইরের কৃতিসন্তান বেগম আতিকা ইসলাম ১৯৭৩ সালে জন্মগ্রহণ করেন। তিনি ১৮তম বিসিএসে পুলিশ ক্যাডারে নিয়োগ পান। পুলিশের এই বিচক্ষণ কর্মকর্তা এরআগে বরিশাল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮) পরিচালক (অতিরিক্ত ডিআইজি) পদে কর্মরত ছিলেন।