বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৭৯ জনে। গত ২৪ ঘণ্টায় আরও ৯৩২ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ১০ হাজার ৮০ জনে।
আজ সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এসব তথ্য।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৩৫৭ জন। সুস্থ হওয়া রোগীর মোট সংখ্যা চার লাখ ৫৩ হাজা ৩১৮ জন।
২৪ ঘণ্টায় নতুন করে ১২ হাজার ৬১৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পরীক্ষায় ৯৩২ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৪ ঘণ্টায় ৭ দশমিক ৩৯ শতাংশ এবং সার্বিকভাবে ১৬ দশমিক ০২ শতাংশ।
মারা যাওয়া ২৭ জনের মধ্যে ২৩ জন পুরুষ আর চারজন নারী। এদের সবারই মৃত্যু হয়েছে হাসপাতালে। সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয় ঢাকায়।
গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান থেকে উৎপত্তি হওয়া করোনাভাইরাস বাংলাদেশে প্রথম শনাক্ত হয় ৮ মার্চ। আর প্রথম মৃত্যুর খবর আসে ১০ দিন পর ১৮ মার্চ।
এদিকে বিশ্বব্যাপী সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা আট কোটি এবং মৃতের সংখ্যা প্রায় পৌনে ১৭ লাখে পৌঁছেছে।