নারী ক্রিকেট দলের ক্যাম্পে ডাক পেলেন যারা

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট নারী দল
ফাইল ছবি

করোনা বিরতি কাটিয়ে ৩ জানুয়ারি সিলেটে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ক্যাম্প। ফিটনেস ও স্কিল ক্যাম্পে ডাক পেয়েছেন ২৯ ক্রিকেটার।

২ জানুয়ারি ঢাকা ও সিলেটে হবে সবার করোনা পরীক্ষা। ৩ জানুয়ারি হোটেলে উঠবে টিম টাইগ্রেস। ৪ জানুয়ারি থেকে শুরু হবে অনুশীলন পর্ব। চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

universel cardiac hospital

মাঝে ২৫ জানুয়ারি আরও একবার কোভিড-১৯ টেস্ট হবে সালমা-রুমানাদের। এক মাসের ক্যাম্প পরিচালনা করবেন নারী দলের নতুন সহকারী কোচ ফয়সাল হোসেন ডিকেন্স।

দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে অবশেষে। ১০ মাস পর আবার একত্রিত হচ্ছেন দেশের শীর্ষ নারী ক্রিকেটাররা। মার্চে অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলে আসার পর করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে যায় মেয়েদের ক্রিকেট। স্থগিত হয়ে যায় বিশ্বকাপ বাছাইও।

লকডাউন উঠে যাওয়ার পর মিরপুরসহ দেশের বিভাগীয় স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন করলেও ম্যাচ খেলার সুযোগ পাননি মেয়েরা। সিলেটের ক্যাম্পে নিজেদের মধ্যে পাঁচটি ওয়ানডে খেলার সুযোগ পাবে জাহানারা-রুমানারা।

ক্যাম্পে ডাক পেলেন যারা

সালমা খাতুন, নিগার সুলতানা জ্যোতি, মুর্শিদা খাতুন, রুমানা আহমেদ, লতা মন্ডল, পান্না ঘোষ, সানজিদা ইসলাম, আয়শা রহমান শুকতারা, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, নাহিদা আক্তার, রিতু মনি, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, শামিমা সুলতানা, সোবহানা মোস্তারি, রাবেয়া, পূজা চক্রবর্তী, মুমতাহেনা হাসনাত, সুরাইয়া আজমিন, নুহাত তাসনিয়া, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, ইসমা তানজিম, রাবেয়া হায়দার ঝিলিক, একা মল্লিক, ফারিহা ইসলাম তৃঞ্চা, সানজিদা আক্তার মেঘলা, সুমাইয়া আক্তার।

শেয়ার করুন