করোনায় আরও ২২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৩৫

নিজস্ব প্রতিবেদক

করোনা আক্রান্ত হয়ে মৃতের দাফন
ফাইল ছবি

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার ৫৩১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২৩৫ জনের শরীরে। এ নিয়ে মোট পাঁচ লাখ ১২ হাজার ৪৯৬ জন শনাক্ত হলো।

আজ বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

universel cardiac hospital

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫০৭ জন। তাদের নিয়ে সুস্থতার মোট সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ৫৬ হাজার ৭০ জন।

এর আগে গতকাল মঙ্গলবার দেশে আরও ১ হাজার ১৮১ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৩০ জন।

গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথম করোনা শনাক্ত হয়। পরে এই ভাইরাসটি সারা বিশ্বকে গ্রাস করে। বাংলাদেশে ৮ মার্চ প্রথম করোনা শনাক্ত হয়। আর মৃত্যুর খবর আসে ১৮ মার্চ।

করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ৮ কোটি ২৩ লাখ ২১ হাজার ৩৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ১৭ লাখ ৯৬ হাজার ২৬৯ জন। আক্রান্তেদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫ কোটি ৮৩ লাখ ৩১ হাজার ২৯৮ জন।

শেয়ার করুন