যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত প্রায় ২ কোটি, একদিনে মৃত্যু ৩৩৯৮

আন্তর্জাতিক ডেস্ক

করোনায় যুক্তরাষ্ট্রে প্রাণহানি
ফাইল ছবি

করোনা ভাইরাস মহামারির প্রকোপ শেষ হওয়ার বার্তা মিলছে না। এরমধ্যে নতুন রূপেও হাজির হয়েছে এই ভাইরাস। বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতি হওয়া যুক্তরাষ্ট্রে গত একদিনে ফের তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায়।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত একদিনে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে ৩ হাজার ৩৯৮ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৮৬০ জন।

universel cardiac hospital

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে সংক্রমিত রোগীর সংখ্যা ১ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার ৭০৪, মারা গেছেন ৩ লাখ ৪৬ হাজার ৫৭৯ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২ লাখ ৪৫ হাজার ৩২৬। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৪৮ হাজার ৪৭৫ জন।

বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ২৩ লাখ ২১ হাজার ৩৫৮ জন, মোট মারা গেছেন ১৭ লাখ ৯৬ হাজার ২৬৯ জন। এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৫ কোটি ৮৩ লাখ ৩১ হাজার ২৯৮।

শেয়ার করুন