বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আয়েশা খানমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, এ নারীনেত্রীর মৃত্যুতে দেশের নারী সমাজ একজন অকৃত্রিম বন্ধু ও সাহসী সহযোদ্ধাকে হারাল।
প্রধানমন্ত্রী মরহুমার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
দীর্ঘদিন ধরে নানা রোগে অসুস্থ থাকা আয়েশা খানম রাতে ঢাকায় নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে ভর্তি করা হলে শনিবার ভোর মারা যান তিনি।
৭৪ বছরে মারা যাওয়া আয়েশা খানমের মরদেহ শনিবার সকাল সাড়ে ৮টায় মহিলা পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে নেয়া হয়। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এরপর নেত্রকোনায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে এই নারী নেত্রীকে।