শেয়ারবাজার: প্রথম ১০ মিনিটেই লেনদেন ছাড়াল ৩০০ কোটি

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বাজার
ফাইল ছবি

নতুন বছরে দেশের শেয়ারবাজারে লেনদেনের ক্ষেত্রে অন্য রকম হাওয়া লেগেছে। বছরের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার মাত্র ১০ মিনিটেই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩০০ কোটি টাকার লেনদেন হয়ে গেছে।

এমন বড় অঙ্কের লেনদেনের পাশাপাশি মূল্য সূচকেও বড় উত্থান প্রবণতা দেখা যাচ্ছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০ মিনিটে বেড়েছে ৬৫ পয়েন্ট। সেই সঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের শুরুতে মূল্য সূচকের বড় ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, এদিন লেনদেন শুরু হতেই ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান মূল্য সূচক ৭৫ পয়েন্ট বেড়ে যায়। তবে এরপর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা কিছুটা কমে।

এতে প্রথম ১০ মিনিটের লেনদেনে ডিএসইর প্রধান সূচক বাড়ে ৬৫ পয়েন্ট। আর এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ২০ মিনিটের লেনদেনে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৪৯ পয়েন্ট।

ঢাকা স্টক এক্সচেঞ্জের অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ বেড়েছে ৮ পয়েন্ট। আর ডিএসই-৩০ সূচক বেড়েছে ২২ পয়েন্ট।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৮৮টির। আর ৫৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

মাত্র ২০ মিনিটের লেনদেনেই ডিএসইতে ৪৩৯ কোটি ৫৪ লাখ টাকার লেনদেন হয়ে গেছে। এর আগে বছরের প্রথম কার্যদিবস রোববার ১ হাজার ৯২৫ কোটি ৭৭ টাকার লেনদেন হয়। আর দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেন হয় ২ হাজার ১৯৩ কোটি ১ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৮ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ৩ কোটি ২৮ লাখ টাকা। লেনদেন অংশ নেয়া ৯৪ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৫টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

শেয়ার করুন