বিশ্বের যেসব দেশে করোনার সবচেয়ে বেশি প্রভাব প্রড়েছে তার মধ্যে অন্যতম প্রতিবেশী ভারত। করোনায় আক্রান্ত ও প্রাণহানির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই অবস্থান করছে দেশটি। এখন পর্যন্ত ভারতে করোনায় মৃত্যু হয়েছে দেড় লাখের বেশি মানুষের।
এতদিন করোনা শনাক্তের সংখ্যা অনেক থাকলেও দেশটিতে সম্প্রতি এর প্রভাব কিছুটা কমেছে। গত একদিনে ভারতে করোনায় আক্রান্ত হয়েছে ১৭ হাজারের বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে ২৬৫ জনের।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩ লাখ ৭৫ হাজার ৪৭৮ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫০ হাজার ১৫১ জন।
তালিকায় সবার ওপরে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৫ লাখ ৭৮ হাজার ৬০৬। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ৬৫ হাজার ৬২০ জন।
বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ৬৮ লাখ ৩২ হাজার ১৮ জন, মোট মারা গেছেন ১৮ লাখ ৭৫ হাজার ৪৫১ জন। সুস্থ হয়েছেন ৬ কোটি ১৫ লাখের বেশি মানুষ।