ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের পর ওয়াশিংটন ডিসিতে কারফিউ

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন কংগ্রেসের ক্যাপিটল ভবনে হামলা চালিয়েছেন ট্রাম্প-সমর্থকেরা
মার্কিন কংগ্রেসের ক্যাপিটল ভবনে হামলা চালিয়েছেন ট্রাম্প-সমর্থকেরা। ছবি : রয়টার্স

কংগ্রেসের যৌথ অধিবেশন চলাকালে যুক্তরাষ্ট্রের সংসদ ভবন ক্যাপিটল ভবনে বুধবার ট্রাম্প সমর্থকদের হামলা-সংঘাতের ঘটনায় চার ব্যক্তি নিহত হয়েছেন।

এ ঘটনার পর রাজধানী ওয়াশিংটন ডিসিতে কারফিউ জারি করা হয়েছে। খবর বিবিসির।

universel cardiac hospital

পুলিশ জানায়, ক্যাপিটল ভবনে হামলার ঘটনার চারজন নিহত হয়েছেন। একজন নিহত হয়েছেন পুলিশের গুলিতে। অন্য তিনজনের মৃত্যু হয়েছে হাসপাতালে।

ক্যাপিটল ভবন ঘিরে হামলা-সংঘাত-সংঘর্ষ চলাকালে যে ব্যক্তি নিহত হয়েছেন, তিনি একজন নারী। ওই নারী ক্যাপিটল ভবনের ভেতরেই নিহত হন।

তিনি মার্কিন বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তা। সান দিয়াগোর বাসিন্দা ওই নারীর নাম অ্যাশলি ব্যাবিট।

ওয়াশিংটন ডিসি পুলিশ জানায়, তারা ৫২ জনের বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছেন। তাদের মধ্য ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে কারফিউ ভঙ্গের অভিযোগে।

বুধবার ট্রাম্পের শত শত উগ্র সমর্থক ক্যাপিটল ভবনে হামলা চালায়। জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে প্রত্যয়নে এ সময় কংগ্রেসের যৌথ অধিবেশন চলছিল। নির্বাচনে ট্রাম্পের পরাজিত হওয়ার ফল পাল্টে দেয়ার লক্ষ্যে এ হামলা চালানো হয়।

শেয়ার করুন