পেঁয়াজ আমদানি করলে দিতে হবে ১০ শতাংশ শুল্ক

নিজস্ব প্রতিবেদক

পেঁয়াজ
ফাইল ছবি

দেশের কৃষক ও ব্যবসায়ীদের স্বার্থে পেঁয়াজ আমদানিতে ১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সম্প্রতি রপ্তানি নিষেধাজ্ঞা তুলে দেয়ার পর ভারত থেকে পেঁয়াজ আসা শুরু হয়েছে। দেশের কৃষকদের উৎপাদিত পেঁয়াজও বাজার ভরতি। এ অবস্থায় ভারত থেকে পেঁয়াজ আমদানির কারণে কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আমদানিতে শুল্ক আরোপ করা হচ্ছে বলে জানা গেছে।

universel cardiac hospital

এর আগে রোববার পেঁয়াজ আমদানিতে শুল্ক আরোপের কথা জানিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। দেশের ব্যবসায়ী ও কৃষকের স্বার্থ রক্ষায় পেঁয়াজ আমদানিতে শুল্ক আরোপের পরামর্শ রয়েছে অর্থনীতি বিশ্লেষকদের।

২০২০-২১ অর্থবছরের ১ জুলাই থেকে পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। পরে গত সেপ্টেম্বর পেঁয়াজের বাজার অস্থির হয়ে ওঠায় আমদানিতে আরোপিত ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

শেয়ার করুন