করোনায় পেছাল গ্র্যামি অ্যাওয়ার্ড

বিনোদন প্রতিবেদক

গ্র্যামি অ্যাওয়ার্ড
গ্র্যামি অ্যাওয়ার্ড। ফাইল ছবি

মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের জেরে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। সেই কারণে পিছিয়ে দেয়া হল এ বছরের গ্র্যামি অ্যাওয়ার্ডস। লস অ্যাঞ্জেলেসের স্টেপলস সেন্টারে যেটি আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নতুন ঘোষণা অনুযায়ী গ্র্যামির এবারের আসর বসবে ১৪ মার্চ।

সম্প্রতি রেকর্ডিং অ্যাকাডেমি এবং সিবিএস এক যৌথ বিবৃতি দিয়ে এই খবর জানিয়েছে। তাদের বক্তব্য, লস অ্যাঞ্জেলেসের স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং অনুষ্ঠানে পারফর্ম করবেন এমন শিল্পীদের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

universel cardiac hospital

এ বছর গ্র্যামি সঞ্চালনা করবেন ‘দ্য ডেলি শো’ হোস্ট এবং কমেডি শিল্পী ট্রেভর নোয়া। নয়টি মনোনয়ন পেয়ে এ বছরের গ্র্যামির অন্যতম আকর্ষণ পপ তারকা বিয়ন্সে। তার মেয়ে ব্লু আইভি কার্টারও একটি মনোনয়ন পেয়েছেন।

গ্র্যামির পরিবর্তিত তারিখের কাছাকাছি সময়ে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয় স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডস। যেখানে টেলিভিশন ও বড় পর্দার শিল্পীদের পুরস্কৃত করা হয়। গ্র্যামির জন্য এবার সেটিও পিছিয়ে যাবে কি না, তা জানা যাবে কয়েক দিন পরে।

শেয়ার করুন