করোনা রোগীদের আশা দেখাচ্ছে আরও ২ ওষুধ

আন্তর্জাতিক ডেস্ক

স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত
সংগৃহীত ছবি

মারাত্মকভাবে অসুস্থ করোনা রোগীদের ক্ষেত্রে রুমাটইড আর্থ্রাইটিসের ওষুধ অ্যাকটেমরা বা সানোফির কেভজারা মৃত্যু হার এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকার সময় ব্যাপকভাবে কমিয়ে আনতে পারে।

একটি গবেষণা প্রতিবেদনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

universel cardiac hospital

এ গবেষণার ফল এখনও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের স্বাধীন পর্যালোচনার অপেক্ষায় আছে। দেখা গেছে, ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ (রোগ প্রতিরোধ ক্ষমতাকে যা দমিয়ে রাখে) অ্যাকটেমরা ও কেভজারা গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন কোভিড-১৯ রোগীদের মৃত্যুর হার ৮.৫ শতাংশ পয়েন্ট পর্যন্ত কমিয়ে আনতে পারে।

এ গবেষণায় যুক্ত ছিলেন লন্ডন ইমপেরিয়াল কলেজের অধ্যাপক অ্যানটোনি গর্ডন। তিনি বলেন, এর মানে হলো– হাসপাতালে যাদের ওই দুটি ওষুধের মধ্যে একটি দেয়া হয়েছে, তাদের প্রতি ১২ জনের মধ্যে বাড়তি একজনের জীবন বাঁচানো সম্ভব হয়েছে।

খবরে বলা হয়, মানুষের হাতে থাকা কিছু ওষুধ যে করোনা রোগীদের চিকিৎসায় লাগতে পারে, সেই আত্মবিশ্বাসকে জোরদার করবে এই গবেষণার ফল।

যুক্তরাজ্যের ডেপুটি চিফ মেডিকেল অফিসার জোনাথন ভ্যান-ট্যাম বলেছেন, প্রাণ বাঁচানোর পাশাপাশি হাসপাতাল ও আইসিইউয়ের ওপর চাপ কমাতে এসব ওষুধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শেয়ার করুন