ট্রাম্পকে অপসারণের দাবি ডেমোক্র্যাটদের

আন্তর্জাতিক ডেস্ক

ডোনাল্ড ট্রাম্প
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের সিনেটের শীর্ষ ডেমোক্র্যাটরা প্রেসিডেন্ট পদের ১৩ দিন বাকি থাকতে বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পদ থেকে অপসারণের দাবি জানান। যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে যাত্রা করার জন্য বিক্ষুব্ধ সমর্থকদের প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প আহ্বান জানানোর পর সমর্থকরা ক্যাপিটলে তাণ্ডব চালায়।

নিউইয়র্কের সিনেটর চাক শুমার বলেন, ‘গতকাল যুক্তরাষ্ট্রের ক্যাপিটালে যা ঘটেছে তা প্রেসিডেন্টের প্ররোচনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ছিল। এই প্রেসিডেন্টকে আর একদিনও পদে রাখা উচিত নয়।’ খবর ভয়েস অব আমেরিকার

universel cardiac hospital

চাক শুমার বলেন, ট্রাম্পকে হোয়াইট হাউস থেকে বহিষ্কার করার দ্রুততম ও কার্যকর উপায় হচ্ছে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যবৃন্দের সংবিধানের ২৫তম সংশোধনী ব্যবহার করা। তবে ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভা যদি এতে রাজি না হয় তবে কংগ্রেসের উচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিযুক্ত করা।

প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসিসহ অন্যান্য সংসদ সদস্যও ট্রাম্পের সাংবিধানিক বিধান বা দ্বিতীয়বারের জন্য তার অভিশংসন ব্যবহারের মাধ্যমে অপসারণের আহ্বান জানিয়েছেন।

২৫তম সংশোধনী অনুযায়ী, প্রেসিডেন্ট যদি তার কার্যক্রম পরিচালনায় অসমর্থ বিবেচিত হন, তবে নতুন কাউকে সেই দায়িত্ব দেওয়া যায়। তবে এ জন্য কেবিনেটের সংখ্যাগরিষ্ঠ সদস্য এবং ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সেরও সম্মতির দরকার হবে।

তারা কংগ্রেসের কাছে এই মর্মে চিঠি লিখবেন যে পেন্স ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হবেন। কারণ, ট্রাম্প এ দায়িত্ব পালনে অসমর্থ। মার্কিন সংবিধানে এ সংশোধনী আনা হয় ১৯৬৭ সালে। তবে এর প্রয়োগ এযাবৎ হয়নি।

শেয়ার করুন