বাইডেনের অভিষেক অনুষ্ঠানে অংশ না নেয়ার ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানে যাবেন না বলে জানিয়েছেন নির্বাচনে লজ্জাজনক পরাজয় বরণকরা বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার রাতে এক টুইটে তিনি এ ঘোষণা দেন।

universel cardiac hospital

টুইটে ট্রাম্প বলেন, যারা জানতে চাচ্ছেন, তাদের জন্য (বলছি) আমি ২০ জানুয়ারির অভিষেক অনুষ্ঠানে যাব না।

টুইট সঠিক হলে চতুর্থ প্রেসিডেন্ট হিসেবে প্রথাগত এ আনুষ্ঠানিকতাকে প্রত্যাখ্যান করবেন ট্রাম্প।

এর আগে সর্বশেষ ১৮৬৯ সালে বিদায়ী প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন নবনির্বাচিত প্রেসিডেন্ট ইউলিসিস গ্রান্টের স্থলাভিষিক্তের দিন একই গাড়িতে যাত্রা করতে রাজি হননি। এরপর গত দেড়শো বছরে এমন ঘটনা আর ঘটেনি।

এদিকে মার্কিন ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনার পর ট্রাম্পকে অব্যহতিপত্র দিতে বলেছেন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পোলেসি। ট্রাম্প তা না করলে তাকে অভিশংসন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। এতে ট্রাম্পের ২০ জানুয়ারি স্বাভাবিক বিদায় নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

শেয়ার করুন