অস্ট্রেলিয়ান পেসারদের বোলিং তোপে হিশেহারা ভারতীয় ব্যাটিং লাইনআপ। তৃতীয় টেস্টে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে মাত্র ২৪৪ রান সংগ্রহ করেছে সফরকারীরা। ফলে স্বাগতিক অস্ট্রেলিয়া লিড পেয়েছে ৯৪ রান। নিজেদের দ্বিতীয় ইনিংসে ফের ব্যাট করতে নেমেছে স্বাগতিকরা। এখন পর্যন্ত ২ উইকেটে তাদের সংগ্রহ ৪০ রান। এতে করে লিড দাঁড়িয়েছে ১৩৪ রানে।
দ্বিতীয় দিনে অপরাজিত দুই ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে এবং চেশ্বের পূজারা আজ ফের ব্যাট করতে নামে। দিনের শুরুটা ভালই হয় ভারতের। কিন্তু ক্রিজে বেশিক্ষণ থাকতে পারেননি অধিনায়ক রাহানে। প্যাট কামিন্সের বলে আউট হয়েছেন ২২ রানে। এদিকে নিজের অর্ধশত রান পূর্ণ করতে সক্ষম হন পূজারা। তবে ব্যক্তিগত ইনিংসটা বড় করতে পারেননি। ঘাতক প্যাট কামিন্স থামিয়ে দিয়েছেন ওই পঞ্চাশেই। হানুমা বিহারি সাজঘরে ফেরেন মাত্র ৪ রানে।
এরপর রিসাব পান্ট এবং রবিন্দ্রো জাদেজা মিলে ম্যাচের হাল ধরার চেষ্টা করে। কিন্তু ৩৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন রিসাব। এরপর নিজের যোগ্য সঙ্গী পাননি জাদেজা। তার সামনে একে একে আউট হন চারজন। আর তিনি অপরাজিত থেকে যান ২৮ রানে।
অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট পেয়েছেন প্যাট কামিন্স। দুটি উইকেট নেন হ্যাজলউড। আর মিচেল স্টার্ক নেন একটি উইকেট।