পিএসএলে দল পায়নি কোনো টাইগার ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক

পিএসএল

ফেব্রুয়ারির ২০ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তান ‍সুপার লিগের ষষ্ঠ আসর। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়ে গেছে প্লেয়ার্স ড্রাফট। পছন্দমতো ক্রিকেটারদের নিয়ে দল সাজিয়ে নিয়েছে সবাই। তবে পিএসএলের এবারের আসরে দলে জায়গা হয়নি কোনো টাইগার ক্রিকেটারের।

প্লাটিনাম ক্যাটাগরিতে ছিলেন মোস্তাফিজুর রহমান। ডায়মন্ড ক্যাটাগরিতে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। গোল্ড ক্যাটাগরিতে ছিলেন আবুল হাসান, আফিফ হোসেন, আল আমিন হোসেন, অলক কাপালি, জুবায়ের হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন, সানজামুল ইসলাম ও তাসকিন আহমেদ।

সিলভার ক্যাটাগরিতে ছিলেন আবু সায়েম চৌধুরি, এনামুল হক, মেহেদী হাসান রানা, মেহেদী হাসান, মনির হোসেন, নাসুম আহমেদ, রাফসান আল মাহমুদ। অথচ বিশাল এই বহরের একজনও পিএসএল দল পাননি।

শেয়ার করুন