বিশ্বে করোনায় মৃত্যু প্রায় সাড়ে ১৯ লাখ

আন্তর্জাতিক ডেস্ক

করোনায় মৃত্যু
করোনায় মৃত্যু। ছবি : ইন্টারনেট

মহামারি করোনা ভাইরাস যেন কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। উপরন্তু বিশ্বের বিভিন্ন জনপদে নিত্য-নতুন রূপে হানা দিচ্ছে এই প্রাণঘাতী ভাইরাস। করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় সাড়ে ১৯ লাখ মানুষের।

গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৮ হাজার ৮৩৬ জনের। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ১২ হাজার ২১৪ জন।

universel cardiac hospital

করোনা ভাইরাস মহামারির শুরু থেকে বিশ্বের সব দেশ ও অঞ্চলের করোনা সংক্রমণের হালনাগাদ তথ্য সংরক্ষণ করছে ওয়ার্ল্ডোমিটারস নামের একটি ওয়েবসাইট। তাদের সর্বশেষ তথ্য বলছে, সোমবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯ কোটি ৬ লাখ ৮৮ হাজার ৭৭৩ জন, মোট মারা গেছেন ১৯ লাখ ৪৩ হাজার ৯০ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২৯ লাখ ১৭ হাজার ৩৩৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ৮৩ হাজার ২৭৫ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৪ লাখ ৬৭ হাজার ৪৩১ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫১ হাজার ১৯৮ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮১ লাখ ৫ হাজার ৭৯০ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৩ হাজার ১৪০ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।

শেয়ার করুন