গুলশানে বিস্ফোরণে একজনের মৃত্যু, আহত ৭

নিজস্ব প্রতিবেদক

গুলশানের বিস্ফোরণ

রাজধানী ঢাকার গুলশানে সংযুক্ত আরব আমিরাতের ভিসা প্রসেসিং কার্যালয়ে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭ জন।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তির নাম আজিজুল হক। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেননি।

universel cardiac hospital

লিমা জানান, ভবনটির আউটডোরে এসি মেরামতের কাজ চলছিল। ধারণা করা হচ্ছে সেখান থেকেই কোনোভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসকর্মীরা কাজ করছেন। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।

গুলশান ২ নম্বর এলাকায় এম্পোরি ফাইনান্সিয়াল সেন্টার নামে একটি বহুতল ভবনের একটি তলায় সংযুক্ত আরব আমিরাতের এই ভিসা প্রসেসিং সেন্টারটি। তবে মূল দূতাবাস বা রাষ্ট্রদূতের বাসভবন এই এলাকায় নয়।

ঘটনার কিছুক্ষণ পর ঢাকা মহানগর পুলিশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটির জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার দেবাশীষ কর্মকার গণমাধ্যমকে জানিয়েছিলেন, সেখানে কাচ ভেঙে কয়েকজন আহত হয়েছেন। যাদের ছয়-সাতজনকে হাসপাতালে নেয়া হয়েছে।

শেয়ার করুন