সূচকের পতনে প্রথম ঘণ্টা পার করলো ডিএসই

অর্থনৈতিক প্রতিবেদক

ডিএসই
ডিএসই। ফাইল ছবি

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম এক ঘণ্টায় সূচকের বড় পতন হয়েছে। কমেছে বেশির ভাগ কোম্পানির দর। প্রথম এক ঘণ্টায় ডিএসইতে মোট ৭৭৯ কোটি টাকার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

universel cardiac hospital

জানা গেছে, লেনদেনের প্রথম এক ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসই এক্স ৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮২৮ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩১৬ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৭৯ পয়েন্টে।

বাজার বিশ্লেষণ করে দেখো গেছে, আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৪১ টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১১০ টি কোম্পানির। দর কমেছে ১৮১ টি কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ৫০ টি কোম্পানির।

অপরদিকে দেশের অপর পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সবগুলো সূচকের সাথে কমেছে বেশির ভাগ কোম্পানি ও ইউনিটের দর। বুধবার সিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৫৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩০টি কোম্পানির। দর কমছে ১০৯ টি কোম্পানির । দর অপরিবর্তিত রয়েছে ১৫ টি কোম্পানির। এক ঘন্টায় সিএসইতে মোট লেনদেন হয়েছে ৫১ কোটি ৪৫ লাখ ৫৩ হাজার টাকা।

শেয়ার করুন