কংগ্রেসে ফের অভিশংসিত ট্রাম্প, মার্কিন ইতিহাসে প্রথম!

আন্তর্জাতিক ডেস্ক

ডোনাল্ড ট্রাম্প
ফাইল ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটেছে। কংগ্রেসে দ্বিতীয়বারের মতো অভিশংসিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি দেশটির পার্লামেন্টে ভবন ক্যাপিটল হিলে হামলার ঘটনায় উসকানি দেওয়ার অভিযোগে বুধবার তাকে ‘অভিশংসন’ করল মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভস’।

এদিন ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভস’এ ট্রাম্পকে অভিশংসনের পক্ষে ভোট পড়েছে ২৩২টি৷ বিপক্ষে ভোট পড়েছে ১৯৭টি৷ এবার অভিশংসন বা ট্রাম্পকে পদ থেকে অপসারণের প্রক্রিয়া শুরু হবে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে। খবর রয়টার্সের

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠ। ফলে এই হাউসে সহজেই প্রেসিডেন্টকে অভিশংসন বা অপসারণ করার প্রস্তাব পাশ হবে তা জানাই ছিল। কিন্তু সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় এই মুহূর্তে ট্রাম্পের জন্য পরিস্থিতি খুব মারাত্মক নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, ২০১৯ সালেও প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহার ও মার্কিন কংগ্রেসের কাজে বাধা সৃষ্টি করার অভিযোগে অভিশংসন করা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে৷ সেবারও নিম্নকক্ষে অপসারণের প্রস্তাব পাশ হলে তা আটকে গিয়েছিল সিনেটে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট যাকে দু’বার অভিশংসন করা হল।

অভিশংসনের বিষয়ে হাউসের স্পিকার তথা ট্রাম্পের অন্যতম সমালোচক ন্যান্সি পেলোসি বলেন, ‘মার্কিন কংগ্রেস প্রমাণ করে দিল যে আইনের ঊর্ধ্বে কেউই নন। মার্কিন প্রেসিডেন্টকেও আইন মেনে চলতে হবে।’

যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘ক্যাপিটল হিলে হামলা আসলে মার্কিন গণতন্ত্রের উপর বেনজির আক্রমণ। এই ঘটনার নেপথ্যে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আমি আশা করি সিনেটেও তাকে অভিশংসন করা হবে।’

শেয়ার করুন