চরম খরায় তুরস্ক, দেড় মাসে পানিশূন্য হয়ে পড়বে ইস্তাম্বুল!

আন্তর্জাতিক ডেস্ক

পানিশূন্য হয়ে যাবে ইস্তাম্বুল!

চরম খরায় ভুগছে তুরস্ক; তবে সবচেয়ে খারাপ অবস্থা ইস্তাম্বুলের। এভাবে চলতে থাকলে আর মাত্র দেড়মাস পরেই পানিশূন্য হয়ে পড়বে এক কোটি ৭০ লাখ জনসংখ্যা অধ্যুষিত তুরস্কের অন্যতম প্রধান এ শহরটি।

দেশের অন্যান্য শহরগুলোরও একই অবস্থা। এ অবস্থার জন্য দায়ী করা হচ্ছে নগর উন্নয়ন কর্তৃপক্ষকে। উন্নয়ন কাজে পানির অপরিমিত ব্যবহারের কারণেই এ সঙ্কট বলে অভিযোগ উঠেছে।

universel cardiac hospital

ইস্তাম্বুলের পানি সরবরাহের প্রধান উৎস ওমেরিল বাঁধের পানির স্তর গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। সময় মতো বৃষ্টি না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন >> বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২০ লাখ ছাড়াল

রাজধানী আঙ্কারার মেয়র মানসুর জাভাস বলেছেন, বাঁধ ও রিজারভায়রগুলোতে মাত্র ১১০ দিন চলার মতো পানি রয়েছে। আরো দুটি বড় শহর ইজমির ও বুরসায় যেসব বাঁধ রয়েছে সেগুলোতে যথাক্রমে ৩৬ ও ২৪ শতাংশ পানি অবশিষ্ট রয়েছে।

শেয়ার করুন