ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু শনিবার

বিনোদন প্রতিবেদক

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
ছবি : সংগৃহীত

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে। শনিবার উৎসবের উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন৷

মুজিববর্ষে উৎসবের ১৯তম এই আসর উৎসর্গ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে৷

universel cardiac hospital

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’– এ প্রতিপাদ্য সামনে রেখে শুরু হচ্ছে এই চলচ্চিত্র উৎসব।

বৃহস্পতিবার ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত চলচ্চিত্র উৎসবের বিভিন্ন দিক তুলে ধরেন উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল৷

তিনি জানান, ৯ দিনব্যাপী এই উৎসবে বাংলাদেশসহ ৭৩ দেশের ২২৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের সংখ্যা ১০৭টি, স্বল্পদৈর্ঘ্য ও ‘স্বাধীন’ চলচ্চিত্রের সংখ্যা ১২০টি।

উৎসবে বাংলাদেশের চলচ্চিত্র থাকছে ৪১টি, যার মধ্যে ৩৩টি স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন এবং আটটি পূর্ণদৈর্ঘ্য।

শেয়ার করুন