যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানের মহড়া স্থগিত করা হয়েছে। রোববার ওই মহড়া হওয়ার কথা থাকলেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সোমবার এ মহড়া অনুষ্ঠিত হতে পারে বলে পরিকল্পনা নেওয়া হয়েছে।
আর মাত্র পাঁচ দিন পর ২০ জানুয়ারি বুধবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন এই ডেমোক্র্যাট নেতা।
পূর্ব পরিকল্পনা অনুযায়ী, রোববার শপথ অনুষ্ঠানের মহড়ার পর বাইডেনের দলের ট্রেনে করে উইলমিংটন থেকে ওয়াশিংটন যাওয়ার কথা ছিল। উচ্চ নিরাপত্তাঝুঁকির কারণে সেই পরিকল্পনাও বাতিল হয়েছে।
এ নিয়ে প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানের আয়োজক কমিটি কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে বাইডেনের জয়ের স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া নিয়ে অধিবেশন চলাকালে উগ্র ট্রাম্প ভক্তদের নজিরবিহীন হামলা পুরো বিশ্বকে হতবাক করে দেয়।
ওই দাঙ্গায় এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। ওই ঘটনার পর ট্রাম্পকে ক্ষমতা থেকে টেনে নামাতে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ তাকে দ্বিতীয়বার অভিশংসিত করেছে।