আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধে ২৮০০ আজারি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধ
ফাইল ছবি

বিরোধপূর্ণ নাগোরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের সঙ্গে টানা ছয় সপ্তাহের সংঘাতে আজারবাইজানের দুই হাজার ৮৫৫ জন সেনাসদস্য নিহত হয়েছেন।

আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রী সোমবার এ তথ্য জানিয়েছেন।  গত বছরের ২৭ সেপ্টেম্বর শুরু হওয়া এ যুদ্ধ ১০ নভেম্বর শেষ হয়। খবর আনাদোলুর।

universel cardiac hospital

২০২০ সালের ১০ নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে চুক্তির পর এ যুদ্ধের সমাপ্তি হলেও এ পর্যন্ত যুদ্ধে আজারবাইজানের সেনাবাহিনীর ক্ষয়ক্ষতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি বাকু।   

এখন পর্যন্ত অর্ধশতাধিক আজারি সেনা নিখোঁজ আছে বলেও দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে আর্মেনিয়ার সামরিক বাহিনীর পাঁচ সহস্রাধিক সদস্য এ যুদ্ধে নিহত হয়েছেন বলে জানা গেছে।

প্রায় তিন দশক ধরে নাগোরনো-কারাবাখ অঞ্চলটি নিয়ন্ত্রণ করেছেন জাতিগত আর্মেনিয়ারা। ১৯৯০-এর দশকে বিরোধপূর্ণ অঞ্চলটিতে যুদ্ধে ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

গত বছর নতুন করে আবার দুই প্রতিবেশীর মধ্যে যুদ্ধে জয়লাভ করে আজারবাইজান। ফলে হারানো অঞ্চলটির নিয়ন্ত্রণ ফিরে পায় আজার বাইজান।

শেয়ার করুন