একদিনে সাড়ে ১৪ হাজার প্রাণহানি, আক্রান্ত প্রায় ৬ লাখ

আন্তর্জাতিক ডেস্ক

করোনায় মৃত্যু
করোনায় মৃত্যু। ছবি : ইন্টারনেট

করোনা ভাইরাস মহামারির প্রকোপ গ্রীষ্মে কিছুটা কমলেও শীত আসতেই তা আবার হুহু করে বেড়েই চলেছে। গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে সাড়ে ১৪ হাজারের বেশি মানুষের, আক্রান্ত হয়েছেন প্রায় ৬ লাখ।

গত একদিনে মৃত্যু হয়েছে ১‌৪ হাজার ৬৭৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৮৫ হাজার ৭৪৯ জন। একই সময়ে সুস্থ হয়েছেন সাড়ে ৬ লাখ ২৮ হাজারের বেশি মানুষ।

universel cardiac hospital

করোনা ভাইরাস মহামারির শুরু থেকে বিশ্বের সব দেশ ও অঞ্চলের করোনা সংক্রমণের হালনাগাদ তথ্য সংরক্ষণ করছে ওয়ার্ল্ডোমিটারস নামের একটি ওয়েবসাইট। তাদের সর্বশেষ তথ্য বলছে, বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪৫৯ জন, মোট মারা গেছেন ২০ লাখ ৬৫ হাজার ৬২৪ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৪৮ লাখ ৬ হাজার ৯৬৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৪ লাখ ১১ হাজার ৪৮৬ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৫ লাখ ৯৬ হাজার ৪৪২ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫২ হাজার ৭৫৪ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮৫ লাখ ৭৫ হাজার ৭৪২ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ১১ হাজার ৫১১ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় চলতি বছরের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি। চলতি বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে।

শেয়ার করুন