এফএ কাপে মান বাঁচল ম্যানচেস্টার সিটির

ক্রীড়া প্রতিবেদক

ম্যানচেস্টার সিটি

এফএ কাপের চতুর্থ রাউন্ড থেকেই শনিবার বিদায় বিদায় নেয়ার উপক্রম হয়েছিল ম্যানচেস্টার সিটির। কিন্তু শেষদিকে দুর্দান্তভাবে ম্যাচে প্রত্যাবর্তন করে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। এদিন শেলটেনহ্যামকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে টিকে রইল ম্যানসিটি।

এদিন হোয়াডন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমার্ধে কোনো দল গোল করতে পারেনি। কিন্তু দ্বিতীয়ার্ধেই হয় চারটি গোল। ৫৯তম মিনিটে আলফি মে শেলটেনহ্যামকে ১-০ গোলে এগিয়ে দেন। এরপর ম্যানইউ আরো আক্রমণাত্মক হয়ে ওঠে।

৮১তম ফিল ফোডেনের গোলে ম্যাচে সমতা আনে ম্যানসিটি। এর তিন মিনিট পর গ্যাব্রিয়েল জেসুস ম্যানসিটিকে ২-১ গোলে এগিয়ে দেন। অতিরিক্ত সময়ে (৯০+৪) মিনিটে ফেরান তোরেস ব্যবধান ৩-১ করেন। এই ব্যবধান ধরে রেখেই স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে ফোডেন-জেসুসরা।

এদিন ম্যাচের পর ফোডেন বলেন, ‘আমি এখন ভালো খেলছি। কিন্তু খারাপ পারফরম্যান্স সহজেই হতে পারে। আমি চেষ্টা করছি আমার সেরাটা দেয়ার এবং এভাবে খেলে যাওয়ার।’

ম্যানচেস্টার সিটি জিতলেও এদিন হেরে বিদায় নিয়েছে আর্সেনাল। আত্মঘাতী গোলেই সর্বনাশ হয় গতবারের চ্যাম্পিয়নদের। সাউদাম্পটনের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তারা। ম্যাচের ২৪তম মিনিটে আত্মঘাতী গোলটি করেন আর্সেনালের গ্যাব্রিয়েল।

এফএ কাপে এদিন অন্য ম্যাচে ডনকাস্টারকে ৪-০ গোলে হারিয়েছে ওয়েস্ট হ্যাম। প্লাইমাউথ আর্গাইলকে ২-১ গোলে হারিয়েছে শেফিল্ড ইউনাইটেড। নরউইচ সিটিকে ১-০ গোলে হারিয়েছে বার্নসলি। মিলওয়ালকে ৩-০ গোলে হারিয়ে পঞ্চম রাউন্ডে উঠেছে ব্রিস্টল সিটি।

শেয়ার করুন